ধামইরহাটে ভোক্তা অধিকার আইনে দুই হোটেল মালিককে জরিমানা
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: | প্রকাশিত: ১৯ জুলাই ২০২৫ ১৩:৩৪; আপডেট: ১৯ জুলাই ২০২৫ ১৮:১৯

নওগাঁর ধামইরহাট উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশ ও বাসি খাবার রাখার অপরাধে দুই হোটেল মালিককে জরিমানা প্রদান করা হয়েছে।
শনিবার বেলা ১১টায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. জেসমিন আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের জরিমানা প্রদান করা হয়।
এ সময় অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর একটি অভিযানিক দল ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় উপস্থিত ছিলেন।
জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে উপজেলার পূর্ব বাজার এলাকায় অভিযান চালিয়ে ভর্তা হোটেল এন্ড রেস্তোরা নামক প্রতিষ্ঠানকে দুই হাজার টাকা এবং নিমতলী মোড়ে কিসমতিয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. জেসমিন আক্তার।
জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে। যারা স্বাস্থ্যবিধি মানছেন না পাশাপাশি হোটেলে বাসি খাবার পরিবেশন করে থাকেন তাদের কোনো ভাবেই উপজেলা প্রশাসনের পক্ষে থেকে ছাড় দেয়া হবেনা বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. জেসমিন আক্তার।
আপনার মূল্যবান মতামত দিন: