মেয়রের মামলায় এনটিভির জ্যেষ্ঠ সাংবাদিক গ্রেফতার
রাজটাইমস ডেক্স | প্রকাশিত: ২১ এপ্রিল ২০২১ ১১:১৫; আপডেট: ১০ আগস্ট ২০২৫ ০২:৫৬

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেকের দায়ের করা মামলায় গ্রেফতার হয়েছেন বেসরকারি টিভি চ্যানেল এনটিভির খুলনা ব্যুরো প্রধান আবু তৈয়ব।
ডিজিটাল নিরাপত্তা আইনে খুলনা সদর থানা পুলিশ মঙ্গলবার রাত ১০টার দিকে আটক করে।
জানা যায়, কেসিসি মেয়রের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে মঙ্গলবার বিকেল ৪টার দিকে মেয়র নিজে বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় সাংবাদিক আবু তৈয়বকে গ্রেফতার করা হয়েছে।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম সাংবাদিক আবু তৈয়বের গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
বিষয়: সাংবাদিক গ্রেফতার
আপনার মূল্যবান মতামত দিন: