রাজশাহীতে আরও ২০ জনের মৃত্যু
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২০ জুলাই ২০২১ ১৭:০২; আপডেট: ১৪ আগস্ট ২০২৫ ০১:১০

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ২০ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে তারা মারা যান।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী গণমাধ্যমকে জানান, নতুন করে মারা যাওয়া ২০ জনের মধ্যে ৪ জন করোনা পজেটিভ ছিলেন। বাকি ১৬ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে।
মৃত ২০ জনের মধ্যে রাজশাহীর ৮ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন , নাটোরের ৫ জন, নওগাঁর ২ জন, পাবনার ৩ জন রোগী ছিলেন। হাসপাতালটিতে এ মাসের ২০ দিনে ৩৪৯ জনের মৃত্যু হলো।
হাসপাতাল পরিচালক শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০ জন। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ৪৮০ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা এখন ৪৫৪টি।।
বিষয়: করোনায় মৃত্যু
আপনার মূল্যবান মতামত দিন: