বন্যায় পাকিস্তানে ১০৬১ জনের মৃত্যু
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৩০ আগস্ট ২০২২ ০৫:৪৭; আপডেট: ১৫ আগস্ট ২০২৫ ২০:১৩

পকিস্তানে গত জুন থেকে শুরু হওয়া মৌসুমি বন্যায় এ পর্যন্ত এক হাজার ৬১ জনের মৃত্যু হয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সোমবার একথা জানায়।
কর্তৃপক্ষ আরো জানায়, গত ২৪ ঘন্টায় ২৮ জনের মৃত্যু হয়েছে। তারা পার্বত্য উত্তরাঞ্চলীয় বিচ্ছিন্ন গ্রামগুলোতে পৌঁছার চেষ্টা করছে।
কর্মকর্তারা জানান, এ বছর অতিরিক্ত মৌসুমী বৃষ্টিপাত ও বন্যায় পাকিস্তানে তিন কোটিরও অধিক লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থাৎ প্রতি সাত জনে একজন ক্ষতিগ্রস্ত হয়েছেন।
১০ লাখেরও বেশি লোক তাদের ঘর-বাড়ী হারিয়েছেন। তাছাড়া তিন হাজার ৪৫৭ কিলোমিটার রাস্তা এবং ১৫৭টি সেতু ভেঙ্গে গেছে।
আপনার মূল্যবান মতামত দিন: