নাইজেরিয়ায় মসজিদে সশস্ত্র গোষ্ঠীর হামলা, নিহত ১৫

রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২২ ০৫:২৪; আপডেট: ১৫ আগস্ট ২০২৫ ২০:১৩

 


নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা রাজ্যের একটি মসজিদে হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠী। এ ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন।

  • শুক্রবার জুমার নামাজের সময় বুক্কুয়ুমের রুয়ান জেমা শহরের জুমুআত কেন্দ্রীয় মসজিদে এ হামলা চালানো হয়। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক আরেক বাসিন্দা জানান, দুপুর ২টার দিকে হামলা চালানো হয়। আমিমু মুস্তাফা নামে এক ব্যক্তি জানান, ‘সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা মোটরবাইকে এসে বন্দুক নিয়ে মসজিদের ভেতর প্রবেশ করে এবং বিক্ষিপ্তভাবে আমাদের গুলি করতে শুরু করে’। জামফারা রাজ্য পুলিশের মুখপাত্র এ বিষয়ে কোনো তথ্য দেননি। রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলে কোনো মন্তব্য করেনি রাজ্য পুলিশ।

অভিযোগ, ভারি অস্ত্রধারীরা (স্থানীয়ভাবে ডাকাত নামে পরিচিত) গত দুই বছরে উত্তর-পশ্চিম নাইজেরিয়া জুড়ে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। হাজার হাজার মানুষকে অপহরণ করেছে তারা।

সূত্র: যুগান্তর



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top