২০২২ সালে দায়িত্ব পালনকালে ৬৭ সাংবাদিক নিহত
রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২২ ০৮:১০; আপডেট: ১৫ আগস্ট ২০২৫ ১৪:৩৯
-2022-12-11-21-09-48.jpg)
ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ, হাইতির বিশৃঙ্খলা এবং মেক্সিকোতে সংঘবদ্ধ অপরাধী চক্রের সহিংসতা বৃদ্ধির কারণে ২০২২ সালে দায়িত্ব পালনের সময় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়েছে।
গত শুক্রবার প্রকাশিত এক নতুন প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। জাতিসংঘের মানবাধিকার দিবস উপলক্ষে এই প্রতিবেদন প্রকাশ করেছে দ্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টস (আইএফজে)।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর ৬৭ জন সাংবাদিক ও মিডিয়াকর্মী দায়িত্ব পালনকালে নিহত হয়েছেন। ২০২১ সালে এই সংখ্যা ছিল ৪৭ জন।
ব্রাসেলসভিত্তিক আইএফজে বলছে, সাংবাদিকতা কাজের জন্য বিশ্বে ৩৭৫ জন সাংবাদিক কারাগারে রয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি সাংবাদিক কারাগারে রয়েছেন হংকংসহ চীন, মিয়ানমার ও তুরস্কে।
আপনার মূল্যবান মতামত দিন: