মার্কিন কংগ্রেস ভবনে হামলাচেষ্টা, নিহত ২

রাজটাইমস ডেক্স | প্রকাশিত: ৩ এপ্রিল ২০২১ ১৪:০৮; আপডেট: ১৭ আগস্ট ২০২৫ ২২:৫৮

 ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটলে হামলার চেষ্টা হয়েছে। এতে এক পুলিশ অফিসার নিহত ও অপর একজন আহত হয়েছেন। আর পুলিশের গুলিতে হামলাকারী নিহত হয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার এ ঘটনা ঘটে। ক্যাপিটল ভবনে তিন মাস আগে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের হামলার পর এ ঘটনা ঘটল।

পুলিশ জানিয়েছে, একটি গাড়ি নিরাপত্তা ব্যারিয়ার ভাঙার চেষ্টা করে। এরপর চালক ছুরি হাতে পুলিশ অফিসারদের ওপর হামলার চেষ্টা করে। আহত এক পুলিশ অফিসার পরে মারা যান। অপর একজন আহত হয়েছেন। পরে পুলিশের গুলিতে ওই হামলাকারী নিহত হয়।




বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top