ইংলিশ চ্যানেল থেকে প্রায় ২৫০ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২১ ০৬:৩৫; আপডেট: ১৬ আগস্ট ২০২৫ ০৬:৪৭

ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ফ্রান্স থেকে যুক্তরাজ্য যাওয়ার পথে বিপদেপড়া প্রায় ২৫০ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে ফরাসি কর্তৃপক্ষ। গত শুক্রবার (২০ নভেম্বর) ও শনিবার (২১ নভেম্বর) বেশ কয়েকটি ডিঙি নৌকা থেকে এসব অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়। খবর রয়টার্সের।
রোববার এক বিবৃতিতে ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে, গত শুক্রবার রাতে কয়েকটি নৌকা বিপদে পড়ার খবর পেলে উদ্ধার অভিযান শুরু হয়, যা শনিবার পর্যন্ত অব্যাহত ছিল।
উদ্ধার ২৪৩ অভিবাসনপ্রত্যাশীকে ফ্রান্সের বুলোন, ডানকার্ক ও ক্যালাইস বন্দরে ফিরিয়ে সীমান্ত পুলিশ ও উদ্ধারকারী ক্রুদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ফরাসি পুলিশ জানিয়েছে, তারা অভিবাসনপ্রত্যাশীদের আরও ডিঙি আটকানোর চেষ্টা করছে। তবে পুলিশ শুধু অভিবাসনের গতিই কমাতে পারে, বন্ধ করতে নয়।
এর আগে, চলতি সপ্তাহের শুরুতে ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন অভিবাসী সংকটের জন্য যুক্তরাজ্যকে দায়ী করেছিলেন। তার মতে, ব্রিটিশ শ্রম আইনের কারণেই ডিঙি নৌকায় বিপজ্জনক ইংলিশ চ্যানেল পাড়ি দিতে উৎসাহিত হচ্ছে অভিবাসনপ্রত্যাশীরা।
আপনার মূল্যবান মতামত দিন: