নতুন আইএস প্রধান আবু আল-হাসান আল-হাশেমি আল-কুরাইশি
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১২ মার্চ ২০২২ ১৯:৫৫; আপডেট: ১৬ আগস্ট ২০২৫ ০০:১৬
-2022-03-12-08-55-34.jpg)
দলের নতুন প্রধানের নাম ঘোষণা করেছে ইসলামিক স্টেট (আইএস)। নতুন নেতা হিসেবে আবু আল-হাসান আল-হাশেমি আল-কুরাইশির নাম ঘোষণা করেছে সশস্ত্র সংগঠনটি।
সিরিয়ায় মার্কিন বিশেষ বাহিনীর হামলায় ইসলামিক স্টেটের (আইএস) শীর্ষ নেতা আবু ইব্রাহিম আল-হাশিমি আল-কুরাইশি নিহতের বিষয়টি স্বীকার করে তারা। কুরাইশির নিহতের এক মাসেও বেশি সময় পর তার মৃত্যুর বিষয়টি স্বীকার করল আইএস। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার এক অডিও বার্তায় আইএসের মুখপাত্র আবু ওমর আল-মুহাজের আইএস প্রধানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ।
প্রয়াত আইএস নেতাই আবু আল হাসানকে পরবর্তী নেতা হিসেবে নির্বাচিত করেছিলেন বলে মুহাজের জানিয়েছেন।
আবু আল হাসান আইএসের নেতৃত্ব গ্রহণ করেছেন বলেও জানান তিনি।
নতুন আইএস প্রধান সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি এবং তিনি সিরিয়ার বিদ্রোহী-নিয়ন্ত্রিত অংশে নিহত দুই পূর্বসূরির মতো ইরাকি কি না তাও জানা যায়নি বলে গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: