নাইজেরিয়ায় বিমান হামলায় নিহত ৭০

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২২ ০২:২২; আপডেট: ১৫ আগস্ট ২০২৫ ২২:৫০

দেশটির সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনা অভিযান।

নাইজেরিয়ায় সন্ত্রাস বিরোধী অভিযানে ৭০ সন্ত্রাসী নিহত হয়েছে। দেশটির উত্তর সীমান্তে বিমান হামলায় তারা নিহত হয়েছেন, যারা আইএসআইএস গোষ্ঠীর সঙ্গে জড়িত বলে দাবি করেছে নাইজেরিয়ার বিমানবাহিনী।

শনিবার এক বিবৃতিতে বলা হয়েছে, নাইজেরিয়া এবং নাইজারের যৌথ বিমান অভিযানে তাদের মৃত্যু হয়েছে। খবর আলজাজিরার।

নাইজেরিয়া বিমানবাহিনীর মুখপাত্র এডওয়ার্ড গ্যাবকওয়েট বলেন, ‘দেশটির লেক চাদ এলাকায় অভিযান চালানো হয়েছে। এ এলাকায় ২০১৬ সাল থেকে ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর সন্ত্রাসীরা সক্রিয় রয়েছে। বোকো হারামের সঙ্গে পূর্ব শত্রুতার জের ধরে দুটি গোষ্ঠী এখানে এক দশকে ৪০ হাজারেরও বেশি মানুষকে হত্যা করেছে। তাদের সহিংসতার কারণে ২০ লাখেরও বেশি মানুষ ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছে।’

এডওয়ার্ড গ্যাবকওয়েট জানান, এ এলাকায় বিপুলসংখ্যক সন্দেহভাজন সন্ত্রাসীর উপস্থিতি দেখা যাওয়ার পর গত ১৩ এপ্রিল থেকে অভিযান শুরু করা হয়। পর দিন তুম্বুন রোগের কাছাকাছি একটি প্রশিক্ষণ শিবিরে অভিযান চালানো হয়। এতে ৭০ সন্ত্রাসী নিহত হয়েছেন।

নাইজেরিয়ার সেনাবাহিনী ১২ বছরেরও বেশি সময় ধরে সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করছে। গত বছর ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স (আইএসডব্লিউএপি) বেশিরভাগ এলাকাই বোকো হারামের কাছ থেকে দখল করে নিয়েছে।

 



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top