সিরিয়ায় ইসরায়েলের হামলা, নিহত ৩

রাজ টাইমস | প্রকাশিত: ২২ মে ২০২২ ০৫:২৯; আপডেট: ১৫ আগস্ট ২০২৫ ২১:৪০

ছবি: সংগৃহীত

সিরিয়ায় রাজধানী দামেস্কে ইসরায়েলের হামলায় তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় বেশ কয়েকটি বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে।

ৎশুক্রবার সিরিয়ার রাজধানী দামেস্কে এ হামলা চালায় ইসরায়েলিরা। প্রতিরক্ষা মন্ত্রণালয় বরাতে এ তথ্য জানিয়েছে সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, গোলান মালভূমি থেকে সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণ অংশে চালানো ইসরায়েলের হামলায় তিনজন নিহত হয়েছেন। এ হামলায় কিছু সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, দামেস্কের বিভিন্ন জায়গায় সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বহু ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।

যদিও এ হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েল। নিয়মিত হামলা চালানো হলেও খুব একটা এর দায় স্বীকার ইহুদিবাদী দেশটি করে না।

বেশ কয়েক বছর ধরে ইসরায়েল সিরিয়ায় হামলা চালিয়ে আসছে। তেল আবিবের দাবি, ইরান সংশ্লিষ্ট অবস্থানে তারা হামলা চালায়।

যেখানে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতায় টিকিয়ে রাখতে লেবাননের হিজবুল্লাহসহ তেহরানের মদদপুষ্ট বাহিনী ২০১১ সালে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার সময় থেকে সেখানে মোতায়েন করা হয়েছে।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top