নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে খাদ্য রফতানি করতে দেবো: রাশিয়া

রাজ টাইমস | প্রকাশিত: ২৬ মে ২০২২ ০৫:১৮; আপডেট: ১৫ আগস্ট ২০২৫ ২১:৪১

ছবি: প্রতীকী

ইউক্রেনে আগ্রাসনের জেরে রাশিয়ার ওপর আরোপ করা পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে মস্কো। বিশ্বব্যাপী খাদ্য সংকট এড়ানোর লক্ষ্যে এক ‘বিস্তৃত পদ্ধতির’ অংশ হিসেবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের তাগিদ দিয়েছে রাশিয়া।

বিশ্বের শীর্ষ শস্য রফতানিকারক দেশ ইউক্রেন। পর্যাপ্ত মজুত থাকার পরও বন্দরে রুশ অবরোধের কারণে সেসব শস্য বিদেশে রফতানি করতে পারছে না কিয়েভ।

ক্রেমলিনের উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে রুদেনকো বলেন, যদি নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় এবং কিয়েভ আশেপাশের জলপথের মাইন নিষ্ক্রিয় করে তাহলে রাশিয়া মানবিক করিডোর সরবরাহ করতে প্রস্তুত। এই করিডোর দিয়ে ইউক্রেনের জাহাজগুলোকে নিরাপদ পথ দেওয়া হবে।

এর আগে মঙ্গলবার ইউরোপীয়ান ইউনিয়ন অভিযোগ তোলে বিশ্বজুড়ে নিপীড়ন চালাতে খাদ্যকে অস্ত্র বানাচ্ছে রাশিয়া। তার আগে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় সতর্ক করে জানায় অচলাবস্থা অব্যাহত থাকলে বিশ্বজুড়ে খাবারের দাম বৃদ্ধি অব্যাহত থাকবে।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top