শিক্ষার্থীদের ধাওয়ায় পালালেন আনসার সদস্যরা

রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৪ ২২:৪২; আপডেট: ১৯ আগস্ট ২০২৫ ০০:২৫

ছবি: সংগৃহীত

চাকরি জাতীয়করণের দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন করছে আনসার সদস্যদের একাংশ। তাদের দাবির পরিপ্রেক্ষিতে জাতীয়করণের জন্য কমিটিও গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু সরকারের কমিটি গঠনের বিষয়টিকে উপেক্ষা করে রাজধানীর সচিবালয় ঘেরাও করেন তারা। এ সময় সেখানে আটকে পড়েন সরকারের উপদেষ্টাসহ বেশ কয়েকজনকে।

রোববার (২৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের আহ্বানে সাড়া দিয়ে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে এগিয়ে যান তারা। এরপর দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে আনসার সদস্যরা অনেকটা বিচ্ছিন্ন হয়ে পালিয়ে যান।

জানা গেছে, সংঘর্ষ শুরুর আগে আন্দোলনরত আনসার সদস্যরা সচিবালয়ের সামনে উপস্থিত শিক্ষার্থীদের ব্যাপক মারধর করেন।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top