বিডিআর হত্যাকাণ্ডের ন্যায়বিচার প্রক্রিয়া শিগগির: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৪; আপডেট: ১৮ আগস্ট ২০২৫ ২২:৪৪

বিডিআর হত্যাকাণ্ডের পুনর্তদন্ত ও ন্যায়বিচার প্রক্রিয়া শিগগিরই শুরু করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (০২ সেপ্টেম্বর) সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ দফতরে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত তার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, বর্তমান সরকার জনগণের অধিকার সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নয়, একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর সাবেক সদস্য হিসেবে আমি বিডিআর হত্যাকাণ্ডের ন্যায়বিচার চাই। সঠিকভাবে এই হত্যাকাণ্ডের পুনর্তদন্ত ও ন্যায় বিচারপ্রক্রিয়া শিগগিরই শুরু করা হবে।
আপনার মূল্যবান মতামত দিন: