ডিবি পুলিশ সিভিল ড্রেসে কাউকে গ্রেফতার করবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ৬ জানুয়ারী ২০২৫ ১৭:৩৮; আপডেট: ১৮ আগস্ট ২০২৫ ০০:৫১

- ছবি - ইন্টারনেট

গোয়েন্দা পুলিশের কোনো সদস্য যেন আর সাদা পোশাকে কাউকে গ্রেফতার না করে, সেজন্য নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো: জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার ঢাকার মিন্টো রোডে অবস্থিত গোয়েন্দা পুলিশের কার্যালয় পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আয়নাঘর বলতে কোনোকিছু থাকবে না, এখানে কোনো ভাতের হোটেলও থাকবে না। এটাও বলা হয়েছে যে এরা (ডিবি পুলিশ) সিভিল ড্রেসে কাউকে অ্যারেস্ট করবে না।

তাদের জ্যাকেট অবশ্যই পরিধান করতে হবে, আইডি কার্ড শো করতে হবে। আইনের বাইরে তারা কোনো কাজ করবে না।’



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top