জাকসু নির্বাচন: ১৬ কেন্দ্রে ভোট গণনা শেষ

রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১০:৩৭; আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৪:১৪

- ছবি - ইন্টারনেট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা চলছে। সর্বশেষ পাওয়া তথ্য মতে; সকাল ৯টা পর্যন্ত কেন্দ্রীয় সংসদের ২১ কেন্দ্রের মধ্যে ১৬ কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে। বাকি ছয় কেন্দ্রের ভোট গণনা এখনো বাকী রয়েছে।

কেন্ত্রগুলো হলো- জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল, আ.ফ.ম কামাল উদ্দীন হল, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল ও মাওলান ভাসানী হল।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভোট গণনা শুরু হয়। এর আগে হল সংসদের ভোট গণনা করা হয়।

কেন্দ্রী সংসদের ভোট গণনা শুরুর আগে জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, জাকসু কেন্দ্রীয় সংসদের ভোট গণনায় পোলিং অফিসারের সংখ্যা বাড়ানো হয়েছে। রাতের মধ্যেই ফল ঘোষণা করা হবে।

ভিপি পতে জিতু-আদিবের হাড্ডাহাড্ডি লড়াই আবাস পাওয়া গছে। জিএসে এগিয়ে শিবিরের মাজহার। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২১ হলে অনুষ্ঠিত হয় জাকসু নির্বাচনের ভোটগ্রহণ।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top