২৪ ঘণ্টায় দেশে করোনায় শতাধিক মৃত্যু
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৬ জুন ২০২১ ০১:৪৪; আপডেট: ১৪ আগস্ট ২০২৫ ০২:১৩

মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে এক লাফে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। নতুন করে ১০৮ জনসহ মোট মৃত্যু হয়েছে ১৩,৯৭৬ জনের। এছাড়া একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও ৫ হাজার ৮৬৯ জন। এই নিয়ে মোট করোনা শনাক্ত হয়েছে ৮ লাখ ৭৮ হাজার ৮০৪ জন।
আজ বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৭৭৬ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৯৭ হাজার ৫৫৯ জন। এদিন মোট নমুনা পরীক্ষা করা হয় ২৭ হাজার ৬৫৩ জনের। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১ দশমিক ২২ শতাংশ।
এর আগে, গতকাল বৃহস্পতিবার করোনায় মৃত্যু হয় ৮১ জনের। ওইদিন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৬ হাজার ৫৮ জন।
বিষয়: করোনায় মৃত্যু
আপনার মূল্যবান মতামত দিন: