নির্বাচনকে ভিন্নখাতে নিতে গভীর ষড়যন্ত্রের চেষ্টা চলছে : মির্জা ফখরুল
রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৫ ২৩:১১; আপডেট: ৮ অক্টোবর ২০২৫ ১১:১৩

নির্বাচনকে ভিন্নখাতে পরিচালিত করার গভীর ষড়যন্ত্রের চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘আসন্ন নির্বাচনে শিক্ষকদের বিরাট ভূমিকা আছে। প্রতিটি জায়গায় আপনারা দায়িত্ব পালন করবেন। আজকে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে, সেই নির্বাচনকে ভিন্নখাতে পরিচালিত করার চেষ্টা চলছে, যেন সেটাকে ভিন্নখাতে পরিচালিত করতে না পারে সেজন্য সজাগ সতর্ক দৃষ্টি রাখবেন।’
মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।
মির্জা ফখরুল বলেন, ‘আমাদের লক্ষ্য একটাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে স্বপ্ন; সেই সুখী-সমৃদ্ধ বাংলাদেশ করতে চাই। আমাদের পথ একটাই-সেটা হলো বাংলাদেশ।’
তিনি বলেন, ‘১৬ বছর ফ্যাসিস্ট নির্যাতনের পরে আমরা যখন সমস্ত আশা আকাঙ্ক্ষা হারিয়ে ফেলছিলাম, তখনি আমাদেরকে সমগ্র জাতিকে উদ্বুদ্ধ করেছে, জাতিকে জাগিয়ে তুলেছে এবং সেই ভয়াবহ দানবের বিরুদ্ধে লড়াই করে জয়যুক্ত হতে সাহায্য করেছেন তারেক রহমান।’
তিনি বলেন, ‘আজকে আমাদের সামনে একটা মহাপরীক্ষা হচ্ছে, আগামী দিনগুলোতে আমরা জাতিকে সুষ্ঠুভাবে নেতৃত্ব দিয়ে সেই জায়গায় পৌঁছে দিতে পারব কিনা; যেখান থেকে আমাদের গণতন্ত্রের উত্তরণ হবে।’
আমাদের নেতা তারেক রহমান জাতিকে নেতৃত্ব দিতে সক্ষম উল্লেখ করে এই নেতৃত্বের হাতকে শক্তিশালী করতে উপস্থিত শিক্ষকদেরকে আহ্বান জানান মির্জা ফখরুল।
আপনার মূল্যবান মতামত দিন: