ইউসেপ রাজশাহীর 'বিশ্ব শোভন কর্ম দিবস' পালন
পবা প্রতিনিধি: | প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৫ ২৩:০৭; আপডেট: ৮ অক্টোবর ২০২৫ ১১:১৩

আজ ৭অক্টোবর (মঙ্গলবার) ইউসেফ রাজশাহী রিজাওনাল কমপ্লেক্স পবার সন্তোষপুরে ইউসেপ রাজশাহী অঞ্চলের উদ্যোগে "বিশ্ব সোভন কর্ম দিবস" উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি পালিত হয়েছে।
কর্মসুচীর প্রথম পর্বে সংশ্লিষ্ট ইন্সট্রাক্টর গন প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে প্রতিবেদন পেশ করেন। দ্বিতীয় পর্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য পেশ করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মোঃ আবু বাশির, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ জহুরুল ইসলাম, ইউসেপ রাজশাহীর নিয়োগকর্তা কমিটির চেয়ারম্যান আঞ্জুমান আরা লিপি, রিজিওনাল ম্যানেজার মোঃ শাহিনুল ইসলাম, ডিসেন্ট ইমপ্লয়মেন্ট এর টিম লিডার খন্দকার ফরিদ আহমেদ।
এছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, পবা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ইউসেপ রাজশাহীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, প্রশিক্ষক ও প্রশিক্ষনার্থীগণ। ডিসেন্ট এমপ্লয়মেন্ট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিশ্ব শোভন কর্ম দিবস-২০২৫ সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন পবা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ শামীম হাসান।
বিকেলে তৃতীয় পর্বে ইউসেপ কমপ্লেক্সের নিজস্ব ময়দানে আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দিবসটি উপলক্ষে আয়োজিত সভায় অতিথিবৃন্দ সচেতনতা মুলক গুরুত্বপূর্ণ আলোচনা এবং শ্রমিকদের জন্য কল্যাণকর বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা মূলক মতামত ব্যক্ত করেন।
আপনার মূল্যবান মতামত দিন: