রাবি শিক্ষার্থীদের হল ও পরিবহন ভাড়া মওকুফ
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২১ ০৭:১৬; আপডেট: ১৫ আগস্ট ২০২৫ ০৬:২৩

করোনাকালীন শিক্ষার্থীদের আবাসিক হলের ভাড়া ও পরিবহন ফি মওকুফ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে অনুষ্ঠিত ৫০৬তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়।
উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার তাপু সিন্ডিকেট সভায় সভাপতিত্ব করেন।
সভা শেষে আবাসিক হলের ভাড়া ও পরিবহন ফি মওকুফের বিষয়টি নিশ্চিত করেছেন করেছেন উপ উপাচার্য অধ্যাপক সুলতান উল ইসলাম টিপু।
তিনি জানান, করোনাকালীন ছুটিতে শিক্ষার্থীরা আবাসিক হলে থাকেনি এবং পরিবহন সেবাও নেয়নি। এসব বিবেচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন আজ সিন্ডিকেট সভায় শিক্ষার্থীদের এসব ফি মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে।
সূত্র: বিডি প্রতিদিন/এএস
আপনার মূল্যবান মতামত দিন: