জন্মদিনে রানের খাতা খুলতেই পারলেন না লিটন

রাজ টাইমস | প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৩ ১৪:৫৮; আপডেট: ২ মে ২০২৫ ০৫:২১

ছবি: সংগৃহীত

আজ (১৩ অক্টোবর) লিটন দাসে জন্মদিন। তবে নিজের জন্মদিন রাঙাতে পারলেন না এই টাইগার ওপেনার। জন্মদিনে শূন্য রানে ফিরে গেছেন লিটন দাস। বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। শুক্রবার (১৩ অক্টোবর) চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড।

টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বল ফেস করেন লিটন দাস। ট্রেন্ট বোল্টের লেগ সাইডের উপরে করা বল ফ্লিক করেন। ফাইন লেগে দাঁড়িয়ে থাকা ম্যাট হেনরি কাছে ধরা পড়েন তিনি। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যেতে হয় এই ব্যাটারকে।

লিটনের পর ক্রিজে এসেছেন মেহেদি হাসান মিরাজ। তাকে সঙ্গে নিয়ে শুরুর এই ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করছেন তানজিদ হাসান তামিম।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top