আরিফুলের সেঞ্চুরির পরও ১৭৫ রানে অলআউট বাংলাদেশ
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২২ ১১:১৮; আপডেট: ৯ আগস্ট ২০২৫ ০৭:৫০

পাকিস্তানের বিপক্ষে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে ব্যাটিংয়ে নেমে চরম বিপর্যয়ে পড়ে যায় বাংলাদেশ যুব দল।
সোমবার অ্যান্টিগার কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে ব্যাটিংয়ে নেমে সময়ের ব্যবধানে উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় বাংলাদেশ।
ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে ব্যতিক্রম ছিলেন আরিফুল ইসলাম। তার একার লড়াইয়ে ৪৯.২ ওভার খেলে ১৭৫ রান তুলতে সমর্থ হয় বাংলাদেশ।
দলের হয়ে ১১৯ বলে ৫টি চার ও চার ছক্কায় সর্বোচ্চ ১০০ রান করেন আরিফুল।
এছাড়া ২৫ রান করেন ওপেনার ইফতেখার হোসেন। ১৪ রান করেন মেহরান।
পাকিস্তানের হয়ে ৩টি করে উইকেট শিকার করেন মেহরান মমতাজ ও আওয়াইস আলী।
আপনার মূল্যবান মতামত দিন: