রুয়েটে জুলাই বিল্পবে বিরোধীতায় শিক্ষক ও কর্মকর্তা বরখাস্ত

রুয়েট প্রতিনিধি | প্রকাশিত: ৬ মার্চ ২০২৫ ২০:১১; আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ০৭:২৬

- ছবি - ইন্টারনেট

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) কর্তৃপক্ষ আন্দোলন দমনে ভূমিকা, শিক্ষার্থীদের ওপর সহিংসতায় সংশ্লিষ্টতা এবং কর্মস্থলে অনুপস্থিতির অভিযোগে এক শিক্ষক ও দুই কর্মকর্তাকে বরখাস্ত করেছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ১০৮তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ও রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতা শিদ্ধার্থ শংকর শাহা, পুরকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী ও রুয়েট ছাত্রলীগের সাবেক সভাপতি নাঈম রহমান নিবিড় এবং পদার্থবিজ্ঞান বিভাগের ডাটা প্রসেসর ও কর্মচারী সমিতির সাবেক সভাপতি মহিদুল ইসলাম।

২০২৪ সালের জুলাই-আগস্টে শিক্ষার্থীদের আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেওয়া, দমন-পীড়নে জড়িত থাকা এবং সরকারপন্থী ভূমিকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এ ছাড়া, ৫ আগস্টের পর বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়টিও তাদের বরখাস্তের কারণ হিসেবে উঠে এসেছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ৪ আগস্ট রাতে নাঈম রহমান নিবিড় ও মহিদুল ইসলাম ধারালো অস্ত্রসহ রুয়েটের প্রধান ফটকে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্টা চালান এবং বোমা বিস্ফোরণে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে, শিক্ষক সিদ্ধার্থ শংকর শাহাকে আহত ও নিহত আন্দোলনকারীদের অবমাননার অভিযোগে আগেই শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছিল এবং তার বরখাস্তের দাবিতে আন্দোলন করেছিল।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top