সাহিত্যে নোবেল পেলেন হাঙ্গেরিয়ান লেখক

রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৫ ১৮:৩২; আপডেট: ১০ অক্টোবর ২০২৫ ০০:৩৮

- ছবি - ইন্টারনেট

সাহিত্যে এ বছর নোবেল পেয়েছেন হাঙ্গেরির লেখক লাসলো ক্রাসনাহোরকাই। অ্যাপোক্যালিপ্টিক আতঙ্কের মধ্যেও শিল্পের শক্তিকে পুনরায় প্রতিষ্ঠিত করে এমন এক গভীর ও দুরদৃষ্টিসম্পন্ন সাহিত্যকর্মের জন্য তাকে এই পুরস্কার দেওয়ার কথা জানিয়েছে নোবেল কমিটি।

বুধবার (৯ অক্টোবর) বিকেলে পুরস্কার ঘোষণা করে দ্য সুইডিশ একাডেমি।

ক্রাসনাহোরকাই এর জার্মান ভাষার উপন্যাস ‘হার্শট ০৭৭৬৯’ সম্পর্কে নোবেল কর্তৃপক্ষ বলছে, এটি জার্মান সমাজের অস্থিরতাকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে। এতে জার্মানির একটি ছোট্ট শহরে সামাজিক অস্থিরতা, হত্যা ও অগ্নিসংযোগের কারণে বিপর্যস্ত জীবনের গল্প তুলে ধরা হয়েছে। এটি তুলে ধরেছে সহিংসতা ও সৌন্দর্যের অসম্ভব মিলনের গল্প।

লাসলো ক্রাসনাহোরকাই ১৯৫৪ সালে জন্মগ্রহণ করেন হাঙ্গেরির দক্ষিণ-পূর্ব অঞ্চলের শহর জিউলায়। তার প্রথম উপন্যাস স্যাটানট্যাঙ্গো এর পটভূমিও ছিল একটি প্রত্যন্ত গ্রাম। যেখানকার দরিদ্র বাসিন্দাদের জীবনকে চিত্রিত করা হয়েছে।

প্রকাশের পর এটি হাঙ্গেরির সাহিত্য অঙ্গনে বেশ সাড়া ফেলে। পরে বইটি থেকে অনুপ্রাণিত হয়ে একই নামে চলচ্চিত্র নির্মাণ করেন হাঙ্গেরিয়ান পরিচালক বেলো ট্যার। সাদাকালো এই সিনেমাটির ব্যাপ্তি প্রায় ৭ ঘণ্টা।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top