সমালোচনা হলেও নতুন মিডিয়ার অনুমোদন দেব: তথ্য উপদেষ্টা
রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৫ ১১:২৬; আপডেট: ১০ অক্টোবর ২০২৫ ১১:২৮

সমালোচনা হলেও সরকার নতুন গণমাধ্যমের অনুমোদন দেবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।
বৃহস্পতিবার (০৯ অক্টোবর) বিকেলে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-তে আয়োজিত ‘জুলাই ও তারপর’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মাহফুজ আলম বলেন, ফ্যাসিবাদের সময়কার কোনো মিডিয়া বন্ধ করা হয়নি। যতই সমালোচনা করা হোক, সরকারে যতদিন আছি নতুন মিডিয়ার অনুমোদন দেব। যেখানে নতুন ন্যারেটিভ তৈরি হবে।
‘নেক্সট টিভি’ ও ‘লাইভ টিভি’ নামের দুটি টেলিভিশনের লাইসেন্স পাওয়ার খবর মঙ্গলবার প্রকাশ করে দেশের গণমাধ্যমগুলো। এসব খবরে বলা হয়েছে, দুটি চ্যানেলের লাইসেন্স পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতা ও জাতীয় নাগরিক কমিটির এক নেতা। বিষয়টি নিয়ে বেশ তর্ক-বিতর্ক হয়।
এ সময় উপদেষ্টা অভিযোগ করেন, ধীরে ধীরে জুলাইকে অপসারণের চেষ্টা চলছে। আর তার দায় রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে। শেখ হাসিনা যে ন্যারেটিভের ওপর ভর করে ক্ষমতায় ছিলেন, সেই ন্যারেটিভকে আবারও ফিরিয়ে আনার চেষ্টা চলছে। যারা ফ্যাসিবাদের দোসর হয়ে কাজ করেছে, সেই চেহারাগুলোও নানাভাবে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।
মাহফুজ আলম বলেন, ৫ আগস্টের পর মব ভায়োলেন্সের মাধ্যমে নানা ন্যারেটিভ তৈরি করে জুলাইকে বিভিন্নভাবে পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: