সিরিজ বাঁচানোর ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ
রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৫ ১৭:২০; আপডেট: ১১ অক্টোবর ২০২৫ ২৩:২৫

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যর্থতার তিক্ত স্বাদ পেয়েছে বাংলাদেশ।
বড় ব্যবধানে হারের পর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে আজ শনিবার (১১ অক্টোবর) দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামছে মেহেদী হাসান মিরাজের দল।
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা থেকে ম্যাচটি অনুষ্ঠিত হবে। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ৫ উইকেটে হারায় আফগানিস্তান।
প্রথম ম্যাচে হেরে সিরিজে টিকে থাকতে হলে এ ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই টাইগারদের সামনে। ব্যাটিং-বোলিং–উভয় বিভাগেই উন্নতি করতে হবে, বিশেষ করে টপ অর্ডারের ব্যর্থতা কাটিয়ে উঠতে হবে।
হার দিয়ে সিরিজ শুরু হলেও ইতিবাচকই থাকছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। প্রথম ওয়ানডে শেষে তিনি বলছিলেন, ‘আমাদের সুযোগ ছিল। এখন আমাদের উন্নতি করার সুযোগ আছে। কারণ আমরা জানি এই ম্যাচে আমাদের কিছু ভুল হয়েছে এবং যত দ্রুত সম্ভব আগের ম্যাচ থেকে শিক্ষা নিতে হবে।’
আপনার মূল্যবান মতামত দিন: