তাইওয়ানে উচ্চ শিক্ষার সুযোগ
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২১ ০৫:৫৯; আপডেট: ৪ ডিসেম্বর ২০২১ ০৬:০৪
-2021-12-03-18-57-24.jpg) 
                                আধুনিক শিক্ষা ব্যবস্থার অন্যতম দ্বার তাইওয়ান। দেশটির সরকার আগামী ২০২২ শিক্ষাবর্ষের জন্য ২ হাজার আর্ন্তজাতিক শিক্ষার্থীদেরকে বৃত্তি দিবেন। স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে ফুল-ফ্রি এই স্কলারশিপ দিচ্ছে তাইওয়ানের ‘জাতীয় শিয়াও টুং বিশ্ববিদ্যালয়’। বাংলাদেশসহ বিশ্বের যে কোন দেশের শিক্ষার্থীরা বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে আগামী বছর ২০২২ সালের ৫ মার্চ পর্যন্ত।
‘এনসিটিইউ তাইওয়ান স্কলারশিপ’ এর আওতায় শিক্ষার্থীরা সামাজিক বিজ্ঞান, আইন, ম্যানেজমেন্ট, ইন্জিনিয়ারিং, বিজ্ঞান ও জীববিজ্ঞান এন্ড প্রকৌশল অনুষদভূক্ত বিষয়গুলো থেকে পছন্দের বিষয় নিয়ে অধ্যয়ন করতে পারবেন। যেসব শিক্ষার্থী বৃত্তির জন্য মনোনীত হবেন তাদেরকে ১৫ মে এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ব্যক্তিগতভাবে জানানো হবে। সেপ্টেম্বর মাসের মাঝামাঝিতে বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হবে।
জাতীয় শিয়াও টুং বিশ্ববিদ্যালয় তাইওয়ানের হাসিনচুতে অবস্থিত একটি পাবলিক রির্সাচ বিশ্ববিদ্যারয় । ১৮৯৬ সালে এটি প্রতিষ্ঠিত হয়। গবেষণাসহ সামগ্রিক দিক থেকে ওয়ার্ড র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ৪২৭তম।
সুযোগ-সুবিধা সমূহ:
১) যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
২) সম্পূর্ণ টিউশন ফ্রি মওকুফ করা হবে।
৩) প্রতি মাসে স্নাতকে ৬০ হাজার, স্নাতকোত্তরে ৬২হাজার এবং পিএইচডি প্রোগ্রামের জন্য ৮২ হাজার করে টাকা প্রদান হবে শিক্ষার্থীদেরকে।
৪) অন্যান্য ফান্ডিং থেকেও বিভিন্ন উপবৃত্তি প্রদান করা হবে।
যোগ্যতা:
১) এ বৃত্তির জন্য তাইওয়ানের শিক্ষার্থীরা যোগ্য নন।
২) আবেদনকারী শিক্ষার্থীরা তাইওয়ানের অবস্থিত কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি থাকতে পারবেন না।
৩) আবেদনের জন্য শিক্ষার্থীকে একাডেমিকে ভালো ফলধারী হতে হবে।
৪) তাইওয়ানের অন্য কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি থাকলে এ বৃত্তির যোগ্য হবেন না ।
৫) ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে।
৬) পিএইচডিতে আবেদনের জন্য প্রকাশিত থিসিস পেপার প্রর্দশন করতে হবে।
৪)বিশ্ববিদ্যালয়টিতে ভর্তির প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।
আবেদন প্রক্রিয়া:
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে।

 
                                                     
                                                    -2022-01-04-18-54-55.jpg) 
                                                    -2022-02-21-18-32-16.jpg) 
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: