করোনায় ২ জনের মৃত্যু, শনাক্ত ২০৭

করোনায় ২ জনের মৃত্যু, শনাক্ত ২০৭

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২২ ০৩:৫৮; আপডেট: ৩০ আগস্ট ২০২৫ ১৭:২০

ফাইল ছবি

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত) করোনায় দুজনের মৃত্যু হয়েছে। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ২০৭ জনের। আগের দিন করোনায় ১ জনের মৃত্যু হয় এবং করোনা শনাক্ত হয়েছিল ১৩৯ জনের।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৪ হাজার ৪৫৪টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৪ দশমিক ৬৫। আগের দিন শনাক্তের হার ছিল ৪ দশমিক ৪৪।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এখন পর্যন্ত দেশে ২০ লাখ ৩৪ হাজার ৩৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭৮ হাজার ৩০৬ জন। এ পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ৪১৫ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় যে দুজনের মৃত্যু হয়েছে, তাঁরা ঢাকা ও রাজশাহী বিভাগের বাসিন্দা।

দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে এ পর্যন্ত দেশে সংক্রমণের চিত্রে কয়েক দফা ওঠানামা দেখা গেছে। গত বছরের শেষ দিক থেকে চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝিতে করোনার অমিক্রন ধরনের দাপট চলে। পরে ধীরে ধীরে তা কমতে থাকে।




বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top