দুঃস্থ ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানো নৈতিকদায়িত্ব

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৪৯; আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫০

শীতার্ত দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে রাজশাহী মহানগরী জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে গত রোববার গভীর রাতে নগরীর ভদ্রা, শালবাগান, রেলগেট, তেরখাদিয়া, কুমারপাড়া, ঘোষপড়াসহ বিভিন্ন স্থানে শীতার্ত দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র উপহার দেয়া হয়। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমীর জননেতা ড. মাওলানা কেরামত আলী উপস্থিত থেকে শীতার্ত মানুষের মাঝে এই শীতবস্ত্র উপহার প্রদান করেন।

শীতবস্ত্র ড. মাওলানা কেরামত আলী বলেন, তীব্র শীতে অসহায় মানুষ নিদারুণ কষ্টের মধ্যে রয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী তার প্রতিষ্ঠালগ্ন থেকেই মানুষের অধিকার প্রতিষ্ঠা ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকল তৎপরতা অব্যাহত রেখেছে। সেই সাথে প্রকৃত দেশপ্রেমিক, সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরীর মাধ্যমে জনগনের সকল সমস্যার সমাধানে সচেষ্ট রয়েছে। যা ইতোমধ্যেই দেশবাসী প্রত্যক্ষ করেছে এবং তাদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। আমাদের সীমিত সামর্থ্য সত্বেও মানবতার কল্যাণেই আমাদের সকল প্রচেষ্টা অব্যাহত রয়েছে। মানবতার কল্যাণে কাজ করা আমাদের ঈমানী দায়িত্ব ও কর্তব্য বলে বিশ্বাস করি। কারণ এটা ইসলামের নির্দেশ। এসময় আরও উপস্থিত ছিলেন মহানগরীর নায়েবে আমীর এ্যড. আবু মোহাম্মদ সেলিম, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন, অফিস সম্পাদক তৌহিদুর রহমান সুইট, যুব সেক্রেটারি সালাউদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top