দ্রব্যমূল্যের লাগামহীন অবস্থা

বাজার এখন সরকারের নিয়ন্ত্রণে নেই : জিএম কাদের

রাজটাইমস ডেক্স | প্রকাশিত: ২২ অক্টোবর ২০২০ ১৩:২৯; আপডেট: ২২ অক্টোবর ২০২০ ১৫:০০

 ছবি সংগৃহিত

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, আলুর দাম বেধে দেওয়া সরকারের ভুল সিদ্ধান্ত। বাজার সরকারের নির্দেশে চলে না। মুক্ত বাজার অর্থনীতিতে সরবরাহ ও ক্রেতার সামঞ্জস্য ঠিক থাকলে বাজার স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণে চলে আসবে।

পাঁচদিনের সফরে লালমনিরহাট যাওয়ার পথে বুধবার (২১অক্টোবর) দুপুরে রংপুর পল্লী নিবাসে জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

জিএম কাদের বলেন, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় গরিব মানুষদের জন্য সরকার টিসিবির মাধ্যমে নিত্য প্রয়োজনীয় সামগ্রী ন্যায্য মূল্যে বিক্রি করতে পারে। তবে সেটি অতিরিক্ত হলে মুক্ত বাজার অর্থনীতিতে সুফল বয়ে আনবে না।
জাপা চেয়ারম্যান বলেন, যে কেউ ইচ্ছে করলেই মার্কেটে কারসাজি করে দ্রব্যমূল্যে দাম বাড়াতে পারে না। বাজার এখন সরকারের নিয়ন্ত্রণে নেই। অন্যকারো হাতে চলে গেছে। তারা সংঘবদ্ধ হয়ে জিনিসপত্রের দাম বাড়িয়ে মুনাফা লুটছে।

এ সময় উপস্থিত ছিলেন, সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর-৩ সদর আসনের এমপি রাহগীর আল মাহি সাদ এরশাদ, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব এসএম ইয়াসির আহমেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাকসহ রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতৃবৃন্দরা।

সূত্র: বিডি প্রতিদিন/এমএস ইসলাম



বিষয়: বাজারদর


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top