জামালপুরগামী ট্রেনে ডাকাতি, নিহত ২

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২১ ১৪:০৫; আপডেট: ১৯ এপ্রিল ২০২৪ ১৮:৫৫

জামালপুরগামী ট্রেনে ডাকাতি, নিহত ২

ঢাকা থেকে জামালপুরগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাত দলের হামলায় দুই জনের মৃত্যু ও আরও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কমিউটার ট্রেনের ছাদে এই ঘটনা ঘটে।

জামালপুর রেলওয়ে থানার এসআই মো: মিলন মিয়া ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরের দেওয়ানগঞ্জগামী জামালপুর কমিউটার ট্রেনের ছাদে ১৫ থেকে ২০ জন যাত্রী ভ্রমণ করছিলেন। ট্রেনটি ময়মনসিংহের গফরগাঁও স্টেশন ছাড়ার পর ৪ থেকে ৫ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর আক্রমণ করে এবং তাদের কাছে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় কয়েকজন যাত্রীর সাথে ডাকাত দলের ধস্তাধস্তি হয় এবং ডাকাতদের আক্রমণে তিন যাত্রী আহত হয়ে ট্রেনের ছাদে পড়ে থাকে। পরে ট্রেনটি পিয়ারপুর স্টেশনে আসলে যাত্রীরা ডাকাতির বিষয়টি স্টেশনে জানায়। খবর পেয়ে জামালপুর রেলওয়ে থানা পুলিশ জামালপুর স্টেশন থেকে আহত ওই তিন যাত্রীকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতারে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন এবং আহত একজনকে হাসপাতালে ভর্তি করে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া যায়নি, অন্যজনের নাম নাহিদ (৪০)। নিহত নাহিদ জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ি মিতালী বাজার এলাকার ওয়াহেদ মিয়ার ছেলে।

এছাড়াও হাসপাতালে চিকিৎসাধীন রুবেল মিয়ার (২২) বাড়ি জামালপুরের ইসলামপুর উপজেলার মাঝপাড়া এলাকায়।



বিষয়: ডাকাতি


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top