মুফতি ইব্রাহীমকে পুলিশের জিজ্ঞাসাবাদ
শামীম কবীর | প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২১ ০১:৩৪; আপডেট: ২ আগস্ট ২০২৫ ১১:১৫

গতকাল সোমবার রাতে বাসায় ডিবি পুলিশের উপস্থিতির খবরে মুফতি ইব্রাহীম নিজের ফেসবুক পেজে লাইভে এসে উচ্চকণ্ঠে বলতে থাকেন, ‘গুন্ডা’ ও ‘র’–এর এজেন্ট তাঁর বাড়ি ঘিরে ফেলেছে।
ডিএমপি কমিশনার আজ বলেন, ‘বিভিন্ন আপত্তিকর বক্তব্যের জন্য মুফতি ইব্রাহীমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সদুত্তর দিতে পারলে তাঁকে ছেড়ে দেওয়া হবে, না পারলে গ্রেপ্তার করা হবে।’
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ ফারুক হোসেন জানান, মুফতি ইব্রাহীকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তাঁকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে আপত্তিকর বক্তব্য প্রচারের অভিযোগ রয়েছে মুফতি ইব্রাহীমের বিরুদ্ধে।
আপনার মূল্যবান মতামত দিন: