বউভাতের দিনই বরকে তালাক দিলেন কনে
ডেক্স রির্পোট | প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২১ ০৪:১২; আপডেট: ৪ নভেম্বর ২০২৫ ১১:৩৬
                                চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বউভাতের দিনই বরকে তালাক দিয়েছেন এক কনে। শনিবার রাতে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের বাজারপাড়ায় এ ঘটনা ঘটে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে বলে জানা গেছে।
জানা যায়, উপজেলার চৌডালা ইউনিয়নের অনার্সপড়ুয়া এক মেয়ের সঙ্গে গোমস্তাপুর ইউনিয়নের এক যুবকের বিয়ে ঠিক হয়। শুক্রবার কনের নানাবাড়ি রহনপুর পৌর এলাকায় আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়।
শনিবার বরের বাড়িতে বউভাতের আয়োজন চলছিল। এরই একপর্যায়ে কনে হঠাৎ করে বরকে তালাকের সিদ্ধান্ত তার পরিবারকে জানান। পরে উভয়পক্ষের সম্মতিতে রাতেই তাদের তালাক হয়। তালাক সম্পাদন করা সংশ্লিষ্ট ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ফোন করে আমাকে খুব দ্রুত সময়ের মধ্যে বরের বাড়িতে যেতে বলা হয়। নির্ধারিত সময়ের মধ্যে আমি ওই বাড়িতে যাই। পরে জানতে পারি শুক্রবারই তাদের বিয়ে হয়েছিল, একদিন পর বউ তালাক চাইছেন। তবে আমি বারবার এর কারণ জানতে চেয়েছি। তালাকের কারণ সম্পর্কে কোনোপক্ষই মুখ খোলেনি।
তবে স্থানীয়রা জানান, মেয়ের অন্য কোথাও পছন্দ থাকতে পারে। এ কারণে এ তালাকের ঘটনা ঘটে থাকতে পারে।
সূত্র : যুগান্তর।

                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: