বিশ্ববিদ্যালয় চ্যান্সেলর পরিচয় দানকারী প্রতারক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২২ ০৫:০৯; আপডেট: ১১ জানুয়ারী ২০২২ ০৫:০৯

রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর এবং বাংলাদেশ ও জাতিসংঘের শিক্ষা কমিশন সচিবালয়ের চেয়ারম্যান হিসেবে মিথ্যা পরিচয় দানকারী এক প্রতারককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত রফিকুল ইসলাম (৬৫) রাজশাহীর বাগমারা থানা এলাকার অর্জুনপাড়া গ্রামের মৃত ইয়াজ উদ্দিনের পুত্র।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি টিম গত রোববার বিকাল ৪টার দিকে রাজশাহীর বাগমারা থানার ভবানীগঞ্জ এলাকা হতে গ্রেফতার করে। পুলিশ জানায়, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ নিজেকে রাজশাহীর বাগমারা থানাধীন “অর্জুনপাড়া মদিনাতুল উলুম ইসলামী বিশ্ববিদ্যালয়” এর চ্যান্সেলর এবং বাংলাদেশ ও জাতিসংঘের শিক্ষা কমিশন সচিবালয়ের চেয়ারম্যান এর ভুয়া পরিচয় দিতো। এমনকি সাধারণ মানুষকে চাকরি দেয়ার কথা বলে প্রতারণা করে আসছে। পুলিশ তার কাছ থেকে জাল কাগজপত্র জব্দ করে। পুলিশ আরও জানায় বাগমারা থানা এলাকায় “অর্জুনপাড়া মদিনাতুল উলুম ইসলামী বিশ্ববিদ্যালয়” নামের কোন প্রতিষ্ঠান নেই এবং গ্রেফতারকৃত ব্যক্তি কোন প্রতিষ্ঠানের চ্যান্সেলর ও চেয়ারম্যান নয়। এ বিষয়ে বাগমারা থানায় প্রতারণার একটি মামলা রুজু হয়েছে।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top