মেয়াদত্তীর্ণ ঔষুধ রাখায় জরিমানা

বাঘা প্রতিনিধি | প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০২২ ০৫:৫৫; আপডেট: ২৮ জানুয়ারী ২০২২ ০৫:৫৫

ফাইল ছবি

রাজশাহীর বাঘায় মেয়াদত্তীর্ণ ঔষুধ রাখায় অভিযোগে তিন ফার্মেসীর জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারী) দুপুর উপজেলা সদরে বাঘা বাজারের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্্েরট বিশেষ অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়।

জানা যায়, উপজেলা সদরে বাঘা বাজারের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় সিটি ফার্মেসী মালিক আলহাজ আঞ্জু আহমেদের ৫ হাজার টাকা, স্টার ফার্মেসী মালিক কোয়েল হোসেনের ৫ হাজার টাকা ও জননী ফার্মেসী মালিক রাকিব হোসেনের ৫ হাজার টাকা করে মোট তিনটি ফার্মেসীতে মেয়াদত্তীর্ণ ঔষুধ রাখায় অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজেস্ট্রেট মনিরুজ্জামান বিশেষ অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়েছে। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজেস্ট্রেট মনিরুজ্জামান বলেন, তিনটি ফার্মেসীতে মেয়াদত্তীর্ণ ঔষুধ রাখায় অপরাধে ড্রাগ-১/১৯৪০/২৭ ধারায় জরিমানা করা হয়েছে। 

 

 



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top