সেনাবাহিনীর প্রশিক্ষণে বিটিএসের জিন

সেনাবাহিনীর প্রশিক্ষণে বিটিএসের জিন

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২২ ০৮:২৫; আপডেট: ১৯ এপ্রিল ২০২৪ ০৫:০৫

ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ায় সামরিক প্রশিক্ষণে যোগ দিয়েছেন বিশ্বখ্যাত কে-পপ ব্যান্ড বিটিএস এর সদস্য জিন। মিলিটারি চুলের কাটে নিজের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন ৩০ বছর বয়সী এই তারকা।

সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি পোস্ট করে জিন এর ক্যাপশনে লেখেন, প্রত্যাশার চেয়েও সুন্দর লাগছে তাকে। বিটিএস এর প্রথম ও সবচেয়ে সিনিয়র সদস্য হিসেবে মঙ্গলবার শুরু হয় তার সামরিক জীবন। উত্তর কোরিয় সীমান্তবর্তী এক বুটক্যাম্পে ৫ সপ্তাহ চলবে প্রশিক্ষণ। এরপর যোগ দেবেন ফ্রন্টলাইনে কোনো ইউনিটের সাথে।

প্রশিক্ষণ চলাকালে ক্যাম্পে এক রুমে থাকতে হবে ৩০ জনকে। ঘুমাতে হবে মেঝেতে। বোমা, অস্ত্রচালনার পাশাপাশি শেখানো হবে বৈরী আবহাওয়ায় টিকে থাকার কৌশল। দক্ষিণ কোরিয়ায় শারীরিকভাবে সক্ষম প্রতিটি তরুণকেই কোনো না কোনো সময় বাধ্যতামূলক অবদান রাখতে হয় সেনাবাহিনীতে। বিটিএস তারকারা এই আইন থেকে সুরক্ষা পেতে পারে এমন একটি গুঞ্জন উঠেছিল। তবে গত অক্টোবরেই দলটি ঘোষণা দেয়, পর্যায়ক্রমে প্রত্যেকেই নাম লেখাবেন সেনাবাহিনীতে।

#এমএস



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top