বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা অ্যালেন পার্কার আর নেই
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২ আগস্ট ২০২০ ০১:৩৩; আপডেট: ২ আগস্ট ২০২০ ০১:৩৭
-2020-08-01-19-35-18.jpg)
দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর মারা গেছেন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা স্যার অ্যালেন পার্কার।
স্যার পার্কারের মৃত্যুর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন এভিটার কম্পোজার অ্যান্ড্রু লয়েড ওয়েবার।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
শুক্রবার (০১ জুলাই) শেষনিঃশ্বাস ত্যাগ করেন অস্কারের জন্য দু’বার মনোনীত হওয়া এই নির্মাতা।
চলচ্চিত্র জগতে সফল এই মানুষ জিতেছেন বাফটা অ্যাওয়ার্ড।
ফেইম, এভিটা এবং বাগসি ম্যালোন’র মতো প্রশংসিত চলচ্চিত্র নির্মান করেন অ্যালেন পার্কার।
তার অন্যান্য নির্মিত বিশ্ব-বিখ্যাত চলচ্চিত্রের মধ্যে রয়েছে- মিডনাইট এক্সপ্রেস, মিসিসিপি বার্নিং, দ্য কমিটমেন্টস, অ্যাঙ্গেলা’স অ্যাশেজ এবং বার্ডি।
খবর-বাংলা নিউজ
এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: