টিকা নিয়ে শুটিংয়ে আসুন

রাজ টাইমস | প্রকাশিত: ১১ আগস্ট ২০২১ ০৬:৫১; আপডেট: ৩ মে ২০২৪ ২১:১৬

ছবি: সংগৃহীত

কঠোর বিধিনিষেধে দীর্ঘদিন বন্ধ ছিল শুটিং। জীবন ও জীবিকার তাগিদে ফিরতে হচ্ছে নির্মাতা, অভিনয়শিল্পী ও কলাকুশলীদের। ‘বিধিনিষেধ উঠে যাওয়া মানেই করোনা চলে যাওয়া না। শুটিং জীবিকা নির্বাহের জন্য। মনে রাখতে হবে, জীবিকার পথ দিয়ে জীবনটা যেন নিরাপদে থাকে।’ কথাগুলো বলেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি শহীদুজ্জামান সেলিম।

সেলিম বলেন, ‘এখনো প্রতিদিন আড়াই শতাধিক মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। শুটিং ইউনিটগুলোকে বলব, যত কম লোক নিয়ে শুটিং করা যায়, ততই মঙ্গল। শুটিংয়ের সব আর্টিস্ট প্রয়োজনে থালা–গ্লাস সঙ্গে নিয়ে যান। মাস্ক মুখে মেকআপ করুন। ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে পর্যন্ত মাস্ক মুখে রাখুন। আর সবার উদ্দেশে বলব, সরকার এখন বয়স শিথিল করেছে। যাঁরা এখনো করোনার টিকা নেননি, দ্রুত টিকা নিয়ে শুটিংয়ে আসুন।’

গত মাসে কঠোর বিধিনিষেধ শুরুর সময়ে একাধিক ঈদ নাটকের শিডিউল নেওয়া ছিল। পরিস্থিতি বিবেচনায় এফটিপিওর বিশেষ সুপারিশে কিছু নির্মাতা এবং কলাকুশলী নিয়ম মেনে শুটিং করেছেন। ঈদের পর দীর্ঘ ১৯ দিন বন্ধ থাকার পরে পুরোদমে শুটিং শুরু হচ্ছে। শুটিংয়ের সব বিধিনিষেধ মেনে চলার জন্য অনুরোধ করলেন ডিরেক্টরস গিল্ডের সভাপতি সালাহউদ্দিন লাভলু।

তিনি বলেন, ‘বুধবার থেকে স্বাস্থ্যবিধি মেনে শুটিং করতে আর বাধা নেই। যাঁরা শুটিং করছেন, তাঁদের কাছে বিনীত অনুরোধ, আপনারা সব রকম সাবধানতা অবলম্বন করুন। এখনো করোনার ডেলটা ভেরিয়েন্ট ছড়াচ্ছে। আমাদের সহকর্মী যাঁরা আছেন, তাঁরা শুটিং বাড়ি প্রবেশ থেকে মেকআপ রুম, শুটিংয়ের স্থান, খাবারের জায়গাসহ সব স্থানে স্যানিটাইজার ও মাস্ক ব্যবহার করুন। যেকোনো সময় যে কেউ আক্রান্ত হতে পারেন।’

৮ তারিখ থেকে শুটিং শুরু করেছেন নির্মাতা ও অভিনেতা শামীম জামান। তাঁর প্রিয়জন ধারাবাহিক দিয়ে ইতিমধ্যে অভিনয়ে ফিরেছেন মাসুম বাশার, শিল্পী সরকার অপু, মোশাররফ করিম, আ খ ম হাসান, নাদিয়া খানম, রোবেনা রেজা জুঁই প্রমুখ। শামীম জামান বলেন, ‘ডিরেক্টরস গিল্ড এবং অভিনয়শিল্পী সংঘের নির্দেশনা মেনেই শুটিং করছি। নিজেরাই জ্বর মাপা, দূরত্ব বজায় রাখা, স্যানিটাইজার ব্যবহার করাসহ সর্বোচ্চ বাড়তি সুরক্ষা নিয়ে শুটিং করছি। কারণ, শুটিং শেষে সবাইকে পরিবারে ফিরতে হয়।’

সূত্র: প্রথম আলো/এএস



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top