চ্যালেঞ্জ দিয়ে দেখি না কতদূর যায়- শারমিন নূরানী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২২ ১০:৫৩; আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২২ ১০:৫৪

নতুন উদ্যোক্তা শারমিন নূরানী রোশনী। নগরীর তেরখাদিয়া পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা। তিনি মুলত অনলাইনে তার ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছেন। ইচ্ছা একজন সফল উদ্যেক্তা হয়ে উঠা। আজ আমরা তার সাথে আলাপ করবো। 

রাজটাইমস: কেমন আছেন।

রোশনী: বেশ ভালোই আছি।

রাজটাইমস: অাপনার ব্যাবসার ধরনটা যদি বলতেন। 

রোশনী: ফ্রোজেন ফুড, নারকেলের নাড়ু, সন্দেশ, ড্রাই ফ্রুটস, মেডিসিন বক্স,ঘি, থ্রিপিস।

রাজটাইমস: ব্যাবসা আরম্ভের তারিখ-

রোশনী: ২০ জুন ২০২১।

রাজটাইমস: ব্যাবসা যেভাবে শুরু করলেন?

রোশনী: করোনা জন্য লকডাউনে ঘরে বসে না থেকে এই পরিস্থিতিতে কিছু করার চিন্তা এসে ছিল আর রান্না নিয়ে নুতন নুতন শিখার আগ্ৰহ ছিল, তাই তখন ই ভাবলাম ফ্রোজেন হোমমেড ফুড নিয়ে কাজ শুরু করি ।

রাজটাইমস: ব্যবসার আইডিয়া কিভাবে পেলেন?

রোশনী: এখন অনেক মেয়েরাই ঘরে বসে তাদের প্রতিভাগুলো তুলে ধরতে পারছে অনলাইন ও অফলাইন দুই ভাবেই। আমার ও এই আইডিয়া নিয়ে শুরু করা নিজের পথ চলার জন্য। .

রাজটাইমস: ব্যবসা শুরুর দিকের গল্পটা যদি বলতেন?

রোশনী: হঠাৎ করে পরিকল্পনা করি খাবার নিয়ে কাজ করবো, কিন্তু কত দূর যেতে পারব ,কি কি সমস্যার সম্মুখীন হতে পারি কিছুই ভাবিনি তেমন, শুধু মনে হয়েছিল ছিল নিজেকে চ্যালেঞ্জ দিয়ে দেখি না কতদূর যায়।

রাজটাইমস: ব্যবসার শুরু টা কি অনলাইনে, নাকি অন্য কোন উপায়ে ছিল?

রোশনী: অনলাইনের মাধ্যমে আমার খাবারের প্রথম ডেলিভারি।

রাজটাইমস: কাজ করতে গিয়ে কি কোন সমস্যার সম্মুখীন হয়েছেন?

রোশনী: ভাল কাজ করতে গিয়ে কিছু সমস্যার সম্মুখীন হতে হয় কম বেশি সবাই কে। আমার সময় ও এর ব্যতিক্রম হয় নি।

রাজটাইমস: নতুন উদ্যোক্তারা এই ধরনের ব্যবসায় আসতে চাইলে তাদের জন্য আপনার আপনার পরামর্শ কি?

রোশনী: নতুনদের অবশ্যই চিন্তা ভাবনা করে পদক্ষেপ গ্রহণ করতে হবে।আর ধৈর্য ধারণ ও চেষ্টা করে যেতে হবে সাফল্য আসবে ইনশাআল্লাহ।

রাজটাইমস: উদোক্তা জীবন সফল হতে কাদের ভূমিকা বেশি ছিল?

রোশনী: পরিবারের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। তার মধ্যে আমার মা ও বোন এর ভূমিকা সবচেয়ে বেশি।

রাজটাইমস: বর্তমান প্রেক্ষাপটে আপনার ব্যবসা নিয়ে পরিকল্পনা কি?

রোশনী: নিজেকে ও নিজের উদ্যোগকে সবার কাছে পরিচিত করে তোলা, সর্বোৎকৃষ্ট পন্য সরবরাহের মাধ্যমে ক্রেতার সন্তুষ্টি ও আস্থাভাজন হওয়া।

রাজটাইমস: উদ্যোক্তা জীবনে শুরু কতদিন ধরে এবং রেভিনিউ কেমন? 

রোশনী: ৮মাস, আলহামদুলিল্লাহ।

রাজটাইমস: আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি?

রোশনী: নিজের উদ্যোগ কে বড় পরিসরে নিয়ে যাওয়া।

রোশনী মাধ্যমিক পাশ করেছেন বহুমূখী উচ্চ বালিকা বিদ্যালয় রাজশাহী থেকে। উচ্চ মাধমিক নিউ গভ:ডিগ্ৰি কলেজ এবং স্নাতক রাজশাহী কলেজ থেকে সম্পন্ন করেছেন।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top