সরকারি বাঙলা কলেজ থেকে যুবকের লাশ উদ্ধার
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০২২ ১৪:০১; আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ০৯:০৪
 
                                রাজধানীর মিরপুরের সরকারি বাঙলা কলেজের নির্মাণাধীন ভবনের পাঁচতলা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় লাশ উদ্ধার করে দারুস সালাম থানা পুলিশ। দারুস সালাম থানার উপ-পরিদর্শক শাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, লাশ উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের পর এ ঘটনার প্রকৃত কারণ জানা সম্ভব হবে। লাশ বেশ কয়েকদিন এখানে ছিল। অনেকটাই গলিত অবস্থায় আমরা উদ্ধার করেছি। সরকারি বাঙলা কলেজের কর্তৃপক্ষ আমাদেরকে জানায় ভবনের পাঁচ তলায় একটি মরদেহ পড়ে রয়েছে। পরে আমরা সেই মরদেহ উদ্ধার করি। তবে এখন পর্যন্ত উদ্ধার হওয়া লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
শাহিদুল ইসলাম জানান, এটি হত্যা না অন্য কোনও বিষয় জড়িত রয়েছে এ বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি। তদন্ত চলছে।
সূত্র: বাংলা ট্রিবিউন

 
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: