সিত্রাংয়ে বেশি ক্ষতির আশঙ্কা বরগুনা-পটুয়াখালীতে

সিত্রাংয়ে বেশি ক্ষতির আশঙ্কা বরগুনা-পটুয়াখালীতে

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২২ ০০:১৫; আপডেট: ২০ মে ২০২৪ ১৩:০৬

ফাইল ছবি

বঙ্গোপসাগরে সৃষ্ট ঝড়টি এরইমধ্যে মারাত্মক রূপ নিয়েছে জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেন, ‍‍সিত্রাং এর সম্পূর্ণটাই বাংলাদেশের ভূখন্ডে আঘাত হানবে। ঘূর্ণিঝড়টি ১৩ জেলায় মারাত্মক আঘাত হানবে। এরমধ্যে বরগুনা ও পটুয়াখালী জেলায় সবচেয়ে বেশি ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (২৪ অক্টোবর) দুপুরে সচিবালয়ে এসব কথা বলেন তিনি। বলেন, আগামীকাল সকাল ৭ থেকে ৮টা নাগাদ আঘাত হানতে পারে। এরমধ্যে সোমবার সন্ধ্যা ৭টায় ঝড়ের অগ্রভাগ আঘাত হানবে। আর আগামীকাল সকালে ঝড়ের কেন্দ্র উপকূলে আঘাত হানবে।

তিনি আরও বলেন, ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবেলায় দুর্গম এলাকা থেকে মানুষকে উদ্ধারে সেনা, নৌ ও কোস্টগার্ডকে সম্পৃক্ত করার জন্য বলা হয়েছে। এখন ৭৬ হাজার কর্মীসহ বিভিন্ন বাহিনী উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে। ১৫ জেলার ২৫ লাখ মানুষকে সরিয়ে নেয়া হবে।

বিপদসংকেত আরও বাড়বে বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। যা মহাবিপদ পর্যন্ত যেতে পারে।




বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top