তালাবদ্ধ বিএনপি কার্যালয়ের গেটের চেয়ারে সংলাপের চিঠি দিলো ইসি

রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ২ নভেম্বর ২০২৩ ২১:৩১; আপডেট: ৮ মে ২০২৫ ০২:১০

ছবি: সংগৃহীত

তালাবদ্ধ বিএনপি কার্যালয়ের গেটের চেয়ারে সংলাপের চিঠি রেখে এসেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২ নভেম্বর) এ চিঠি রেখে আসে নির্বাচন কমিশনের অফিস সহকারী মো. মহসিন। গত ২৮ অক্টোবর ক্রইম সিন চিহ্নিত করে বিএনপি অফিস বন্ধ করে রেখেছে পুলিশ। এজন্য বিএনপির পক্ষ থেকে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, নির্বাচন কমিশন অফিস থেকে অফিস সহকারী মো. মহসিন নির্বাচন কমিশনের একটি চিঠি নিয়ে বিএনপির কার্যালয়ে যান। বিএনপি অফিস তালাবদ্ধ থাকায় সেখানে কাউকে না পেয়ে নাজিম নামের এক পথচারীকে সাক্ষী রেখে কার্যালয়ের গেটের ভেতরে চেয়ারের ওপর চিঠিটি রেখে যান।

ইসি সূত্র বলছে, বৃহস্পতিবার সকালে কমিশনের এক কর্মকর্তার মাধ্যমে চিঠিটি পাঠানো হয় বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে। দুপুর ১২টা পর্যন্ত দাঁড়িয়ে থাকেন ইসির ওই কর্মকর্তা।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top