প্রয়াত হলেন সম্পাদক আবুল হাসনাত
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১ নভেম্বর ২০২০ ১৮:৪৩; আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ০২:১০
-2020-11-01-12-39-17.jpg)
প্রয়াত হলেন বাংলাদেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক জনপ্রিয় মাসিক পত্রিকা কালি ও কলমের সম্পাদক আবুল হাসনাত। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (০১ অক্টোবর) সকাল ৮টায় রাজধানীর একটি হাসপাতালে ইহলীলা সাঙ্গ করেন তিনি।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কালি ও কলমের সহকারী সম্পাদক আশফাক খান।
আশফাক খান গণমাধ্যমকে জানান, ফুসফুসে সংক্রমণজনিত রোগের কারণে গত ১৫ সেপ্টেম্বর থেকে রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন আবুল হাসনাত। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি মারা যান।
লেখালেখির জগতেও ছিলেন আবুল হাসনাত। সাংবাদিকতা ও সম্পাদনার পাশাপাশি গল্প ও কবিতাও রচনা করেছেন আবুল হাসনাত। ২০১৩ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার পান।
সাহিত্য সম্পাদক হিসেবে বেশ সুখ্যাত ছিলেন তিনি। তিনি দীর্ঘদিন দৈনিক সংবাদের সাহিত্য সাময়িকী সম্পাদনা করেছেন।
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: