গ্রেফতারে উদ্বেগ, অংশগ্রহণমূলক নির্বাচনের উপায় খুঁজে বের করার আহ্বান ইইউ'র

রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৩ ০২:০৩; আপডেট: ৭ মে ২০২৫ ০৮:৫০

ছবি: সংগৃহীত

বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য শান্তিপূর্ণ উপায় খুঁজে বের করার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

ইউরোপিয়ান কমিশনের ভাইস প্রেসিডেন্ট ও ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ জোসেপ বোরেল রোববার (৫ই নভেম্বর) এক্সে (সাবেক টুইটার) এক বার্তায় এ আহ্বান জানিয়েছেন।

বার্তায় বাংলাদেশে বিরোধী দলের আট হাজারের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সব ক্ষেত্রেই অবশ্যই ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

আমরা সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। গণতন্ত্র, মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার জন্য সহায়ক এবং একটি অংশগ্রহণমূলক নির্বাচনের শান্তিপূর্ণ উপায় খুঁজে বের করা গুরুত্বপূর্ণ।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top