নতুন মেয়াদে নিয়োগ পেলেন স্বাস্থ্য ডিজি
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২০ ২০:৫৩; আপডেট: ২ মে ২০২৫ ০৯:৪১
-2020-12-25-14-53-08.jpg)
নতুন মেয়াদে নিয়োগ পেয়েছেন স্বাস্থ্য অধিদফতরের বর্তমান মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। তাকে আরও দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।
আগামী ৩১ ডিসেম্বর বা যোগদানের তারিখ থেকে থেকে পরবর্তী দুই বছর অধিদফতরের মহাপরিচালক পদে থাকবেন তিনি।
গত বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে মহামারী প্রাদুর্ভাবে পরিস্থিতির মধ্যে পদত্যাগ করতে বাধ্য হন সাস্থ্যের সাবেক ডিজি আবুল কালাম আজাদ। এরপর এই পদে নিয়োগ পান খুরশীদ আলম। গত ২৬ জুলাই এই পদে যোগ দেন ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) এই অধ্যাপক।
সাবেক এই ঢামেক শিক্ষকের অবসরোত্তর ছুটি ও এ সংক্রান্ত সুবিধা স্থগিতের শর্তে আগামী ৩১ ডিসেম্বর বা যোগদানের তারিখ থেকে তাকে পরবর্তী দুই বছরের জন্য চুক্তিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ দিয়ে বৃহস্পতিবার রাতে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
চিকিৎসক খুরশীদ আলম স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস করে দশম বিসিএসের মাধ্যমে ১৯৮৪ সালে সরকারি চাকরিতে যোগ দেন।
তিনি ঢামেকের সার্জারি বিভাগের চেয়ারম্যান হওয়ার আগে তিনি কুমিল্লা মেডিকেলের সার্জারি বিভাগের প্রধান ছিলেন।
খুরশীদ আলম অধ্যাপনা করেছেন বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজেও। তিনি ২০১৮ সালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দেন।
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: