বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৮ কোটি ৪৯ লাখ ছাড়াল

রাজটাইমস ডেক্স | প্রকাশিত: ৩ জানুয়ারী ২০২১ ১৬:০৩; আপডেট: ২৫ এপ্রিল ২০২৪ ২১:২০

ফাইল ছবি

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৮ কোটি ৪৯ লাখ ছাড়িয়েছে।

আন্তর্জাতিক পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, রবিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ কোটি ৪৯‌ লাখ ৭৫ হাজার ২৭৭ জন।

একই সময়ে করোনায় মারা গেছেন ১৮ লাখ ৪৩ হাজার ৩১৩ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ কোটি ৯৩ হাজার জন।
ওয়ার্ল্ডোমিটারের ওয়েবসাইটে বলা হয়েছে, এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি নয় লাখ ৪ হাজার ৭০১ জন। মৃত্যু হয়েছে ৩ লাখ ৫৮ হাজার ৬৮২ জনের।

আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩ লাখ ২৪ হাজার ৬৩১ জন এবং মারা গেছেন এক লাখ ৪৯ হাজার ৪৭১ জন।

উল্লেখ্য, সংক্রমণের দিক থেকে বাংলাদেশের অবস্থান ২৭তম। ২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এ পর্যন্ত বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে ভাইরাসটি।




বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top