৪১ এর প্রিলি ১৯ মার্চ ৪২ এর ২৬ ফেব্রুয়ারি

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০২১ ০১:৩৭; আপডেট: ৩ মে ২০২৫ ১২:১৬

ফাইল ছবি

চলমান ৪৩ তম বিসিএসের আবেদন চলাকালীন সময়েই ঘোষিত হল ৪১তম ও ৪২তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ। নির্ধারণ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। 

বুধবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের এক সভায় এ তারিখ নির্ধারণ করা হয়।

গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন সভায় উপস্থিত থাকা একজন সদস্য। তিনি বলেন, ৪১তম বিসিএসের প্রিলিমিনারী পরীক্ষা অনুষ্ঠিত হবে চলতি বছরের ১৯ মার্চ।  আর ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ৪২তম বিসিএসের প্রিলিমিনারী পরীক্ষা।

তিনি আরো জানান, ১৯ মার্চ শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪১তম বিসিএসের প্রিলিমিনারী পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৪২তম বিসিএসের প্রিলিমিনারী পরীক্ষাও সকাল ১০ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। 

 

  • এসএইচ


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top