দেশে আনুষ্ঠানিক ভ্যাকসিনেসন শুরু
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২১ ২২:৩২; আপডেট: ৪ মে ২০২৫ ০০:৪৮
-2021-01-27-16-32-01.jpg)
দেশে আনুষ্ঠানিক ভাবে শুরু হল ভ্যাকসিনেসন কার্যক্রম। বুধবার (২৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার পর রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এই টিকা দেওয়া হয়। প্রথম দিন ৩০ জনকে টিকা দেওয়া হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি গণভবন থেকে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা আমাদের কর্তব্য। যখন অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকা আসলো, আমরা বললাম যত দ্রুত এই টিকা নেওয়া যায়। আমি ১ হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছিলাম ভ্যাকসিন কেনার জন্য।’
দেশের এই প্রধান নির্বাহী আরও বলেন, ‘কিছু মানুষ ভালো না লাগা রোগে ভোগে। তার বলে দেশে ভ্যাকসিন আসবে কি না, এই টিকা কার্যকর হবে কি না। দেশে সমালোচনার লোক দরকার আছে। তারা যত সমালোচনা করেছে আমরা তত অনুপ্রাণিত হয়েছি।’
ভ্যাকসিন নিতে আসা দের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা আশা করি এর মাধ্যমে করোনা ভাইরাস থেকে দেশের মানুষ রক্ষা পাবে। দেশবাসীকে ধন্যবাদ জানাই। কারণ তারা এগিয়ে না আসলে এত কিছু করা সম্ভব হতো না। যারা করোনায় মারা গেছেন তাদের মৃত্যুতে দুঃখ প্রকাশ করছি।’
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: