এইচএসসির রেজাল্ট
জিপিএ-৫ বেড়েছে চারগুণ
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০২১ ২২:১৭; আপডেট: ৪ মে ২০২৫ ০১:৪৮
-2021-01-30-16-17-20.jpg)
অবশেষে প্রকাশিত হল দীর্ঘ প্রতিক্ষার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হলো। শনিবার (৩০ জানুয়ারি) প্রকাশিত রেজাল্টে মোট জিপিএ-৫ পেয়েছেন এক লাখ ৬১ হাজার ৮০৭ জন শিক্ষার্থী। গত বছর মোট জিপিএ-৫ পেয়েছিলেন ৪৭ হাজার ২৮৬ জন। সেই হিসেবে এ বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা প্রায় চার গুণ বেড়েছে।
সাধারণ ৯টি বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৫৩ হাজার ৬১৪ জন, মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে ৪ হাজার ৪৮ জন এবং কারিগরি বোর্ডে এইচএসসি, এইচএসসি (ভোকেশনাল/বিএম) জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ১৪৫ শিক্ষার্থী।
বোর্ড ভিত্তিক জিপিএ-৫ এ ঢাকা শিক্ষা বোর্ড থেকে ৫৭ হাজার ৯২৬ জন, চট্টগ্রাম থেকে ১২ হাজার ১৪৩, বরিশাল থেকে ৫ হাজার ৫৬৮, ময়মনসিংহ থেকে ১০ হাজার ৪০, যশোর থেকে ১২ হাজার ৮৯২, রাজশাহী থেকে ২৬ হাজার ৫৬৮, কুমিল্লা থেকে ৯ হাজার ৩৬৪, সিলেট থেকে ৪ হাজার ২৪২ এবং দিনাজপুর বোর্ড থেকে ১৪ হাজার ৮৭১ জন শিক্ষার্থী।
শনিবার সকাল ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল পদ্ধতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত ‘এইচএসসি ও সমমানের সকল পরীক্ষার ফল প্রকাশ ও হস্তান্তর’ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফল প্রকাশ করেন তিনি।
প্রধানমন্ত্রী উদ্বোধন করার পর পরীক্ষার ফল সকল বোর্ডের চেয়ারম্যানদের হাতে তুলে দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: