তালেবানের আহ্বানে কিছু মানুষ হিজরত করেছে: ডিএমপি কমিশনার
রাজ টাইমস | প্রকাশিত: ১৪ আগস্ট ২০২১ ২০:৫৭; আপডেট: ১১ মে ২০২৫ ১২:৩৮

আফগানিস্তানের জঙ্গি গোষ্ঠী তালেবানের আহ্বানে সাড়া দিয়ে কিছু মানুষ হিজরতে ঘর ছেড়েছে। তাদের মধ্যে কিছু ভারতে গ্রেপ্তার হয়েছে আর কিছু পায়ে হেঁটে যাওয়ার চেষ্টা করছে।
শনিবার (১৪ আগস্ট) সকালে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম।
তিনি বলেন, সারা পৃথিবী এখন সাইবার ওয়ার্ল্ডে বন্দি। জঙ্গিরাও একই মিডিয়ায় তাদের রিক্রুট ও উদ্বুদ্ধ কাজে সক্রিয়। সম্প্রতি তালেবানরা আফগানিস্তানে যুদ্ধে যেতে আহ্বান জানিয়েছে। আর এই আহ্বানে সাড়া দিয়ে কিছু মানুষ হিজরতে ঘর ছেড়েছে। তাদের মধ্যে কিছু ভারতে গ্রেপ্তার হয়েছে আর কিছু পায়ে হেঁটে যাওয়ার চেষ্টা করছে। তবে সরকারের সকল গোয়েন্দা সংস্থা সন্ত্রাসবাদীদের বিষয়ে তৎপর রয়েছে। জঙ্গিরা থেমে নাই এটা বলা যায়। আমরাও সর্বোচ্চ চেষ্টা করছি যাতে কোন ধরনের ঘটনা না ঘটে।
এ মাসে উল্লেখযোগ্য সংখ্যক জঙ্গি গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, গত পরশু জঙ্গি সংগঠনের বড় পর্যায়ের একজনকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। যিনি বোমা বিশেষজ্ঞ ও অনলাইনে বোমা বানানোর প্রশিক্ষণ দিতো। তারা ধাপে ধাপে উন্নতি করছিলো, এই পুরো চক্রটাকে আমরা গ্রেপ্তার করতে পেরেছি।
আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টি আকর্ষণই জঙ্গিদের প্রধান লক্ষ্য উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, এজন্য ১৫ আগস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা শোকাবহ এ দিনটিতে অনুষ্ঠানস্থল না হলেও ২ কিলোমিটারের মধ্যেও যদি কোন ঘটনা ঘটাতে পারে তাহলে আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করতে পারবে। আমরা মনে করিনা এ ধরনের কোন ঘটনা ঘটবে।
তবে কোন ধরনের আশঙ্কা আমরা একেবারে উড়িয়েও দিচ্ছিনা। তবে যে কোন ধরনের ঘটনা এড়াতে আমরা সর্বোচ্চ মেধা দিয়ে চেষ্টা করছি।
সূত্র: ভোরের কাগজ/এএস
আপনার মূল্যবান মতামত দিন: